Logo

রাজনীতি

হাদির ওপর হামলা

বিএনপি জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নিন্দা ও উদ্বেগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১

বিএনপি জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নিন্দা ও উদ্বেগ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রাজধানীর বিজয়নগর এলাকায় খুব কাছ থেকে হাদির ওপর গুলি করার পরই বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টিসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে বলেছেন, হাদির ওপর এই সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। ঘটনার পর জাতীয় নেতাদের অনেকেই হাসপাতালে ছুটে যান। অনেকে তাৎক্ষণিক বিক্ষোভের আয়োজন করে।

নির্বাচনি পরিবেশ বানচালে সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা- বিএনপি : ওসমান হাদির ওপর আক্রমণকে সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। তিনি বলেন, এই আক্রমণ নিঃসন্দেহে নির্বাচনি পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা।

হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান : হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, জনগণের কাছ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন। শুক্রবার বিকালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এই সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।

হাসপাতালে এনসিপি নেতারা, হাসনাতের কান্না : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। এ সময় হাসপাতালের ভেতরে সহযোদ্ধা হাদির অবস্থা দেখে হাসনাত আবদুল্লাহ কান্নায় ভেঙে পড়েন। এর আগে তিনি ফেসবুক পোস্টে লেখেন ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’ এ ছাড়া হাদির ওপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এনসিপি।

বাংলাদেশ খেলাফত মজলিসের তীব্র নিন্দা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর চালানো বর্বরোচিত ও প্রাণঘাতী সশস্ত্র হামলার প্রতি গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। তারা বলেন, রাজধানীতে দিনের আলোয় একজন নির্বাচনী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী নিরাপত্তার ওপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে ঘটনার পূর্ণ সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সরকারকে শরিফ ওসমান হাদীর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্বেগ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণদের পরিচিত মুখ, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, নির্বাচনী সময়ে একজন তরুণ রাজনৈতিক কর্মী ও প্রার্থীর উপর এ ধরনের বর্বর হামলা প্রমাণ করে দেশে প্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে। এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, দমন-পীড়ন ও আতঙ্ক সৃষ্টির চেষ্টাকে বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে প্রার্থীরা ও তাদের কর্মীরা নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষোভ : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার এক বিবৃতিতে বলেন, ঢাকার বিজয়নগর এলাকার মতো জনবহুল এলাকায় ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ এবং নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন।

গণসংহতি আন্দোলনের নিন্দা প্রতিবাদ : ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তারা বলেন, অবিলম্বে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

জাতীয় পার্টির প্রতিবাদ : ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা ওসমান হাদির ওপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনদলীয় গণতান্ত্রিক সংস্কার জোট : জুলাই অভ্যুত্থান ও সংস্কারের আদর্শ ধারণকারী তিনদলীয় গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা এনসিপির আহ্বায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশের (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে হাদির ওপর বর্বরোচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। হামলায় উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর