Logo

রাজনীতি

মনে হচ্ছে বিজয় দিবস না, ভোটের রাজনীতি চলছে এখানে : রাশেদ

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৬

মনে হচ্ছে বিজয় দিবস না, ভোটের রাজনীতি চলছে এখানে : রাশেদ

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতা পেয়েছে, তা আংশিক। আমাদের প্রকৃত সার্বভৌমত্ব ছিল নেই। আমরা আগামীর বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বাদ পেতে চাই এবং হিন্দুস্তানের করদ রাজ্য থেকে নতুন বাংলাদেশ গড়তে চাই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘৭১ আমাদের সামনে স্পষ্ট, মুক্তিযুদ্ধ আমাদের সামনে স্পষ্ট, বুদ্ধিজীবী দিবস স্পষ্ট। আমাদের মানচিত্র ও পতাকা স্পষ্ট। এই বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির সুযোগ নেই। ৭১ সালের মুক্তিযুদ্ধকে আমাদের ধারণ করতে হবে। একইভাবে আমরা যেমন ৯০ সালের স্বৈরাচার পতন, তেমনি ২৪ সালের স্বৈরাচার পতনও মনে রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে পুরানো ইতিহাসকে ভুলে নতুন কিছু করা সম্ভব নয়। অতএব, বিতর্ক সৃষ্টির সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, তাদের শোধরাতে হবে। আজকের বিজয় দিবস অন্যরকম, মনে হচ্ছে বিজয় দিবস না, বরং ভোটের রাজনীতি চলছে। বিতর্ক তৈরি করার উদ্দেশ্য ভোটের জন্য হতে পারে। তবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এ ধরনের বিতর্ক টিকবে না।’

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম শাওন/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর