Logo

রাজনীতি

ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে ছাত্রলীগ নেতার গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির  সিঙ্গাপুরে চিকিৎসা চলছে। এরই মধ্যে জানা গেছে, তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অবস্থার অবনতি হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। পরিস্থিতির আরও উন্নতি হলে আরেকটি অপারেশন করাতে হবে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চ নিজেদের পেইজে এ বিষয়ে জানায়। সিঙ্গাপুরে হাদির সঙ্গে বসবাসরত হাদির বড় ভাইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে প্লাটফর্মটি।

তাদের ফেসবুক পোস্টে বলা হয়, আজ দুপুর ৩টায় সিঙ্গাপুর থেকে ওসমান হাদির ভাইয়ের তরফ থেকে জানা যায়, শরিফ ওসমান হাদির প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে।

এতে আরও বলা হয়, আরেকটি অপারেশনের প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

এর আগে, বাংলাদেশ সময় গতকাল সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির আগেই প্রয়োজনীয় সব চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা ছিল। হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং তার বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর