Logo

রাজনীতি

এই দেশে জীবিত মানুষের চেয়ে মৃতের দাম বেশি : মীর স্নিগ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১২

এই দেশে জীবিত মানুষের চেয়ে মৃতের দাম বেশি : মীর স্নিগ্ধ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই ও জুলাই ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এই দেশে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম বেশি। যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি জীবিত ছিলেন, তখন তার জন্য কোনো নিরাপত্তা ছিল না। অথচ আজ তিনি শহীদ হওয়ার পর তার জানাজাকে ঘিরে বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

মীর স্নিগ্ধ বলেন, এ কারণেই অনেক মানুষ এ দেশে বেঁচে থাকতে চায় না, থাকতে নিরাপদ বোধ করে না। হাদি ভাই শহীদি মর্যাদা লাভ করেছেন। আজ তার জানাজার নামাজে শরিক হতে এসেছি। ১৮ জুলাইয়ের পর আমার ভাই মীর মুগ্ধর জানাজার সময় যেমন অনুভূতি হয়েছিল, আজও ঠিক তেমনই অনুভূতি হচ্ছে।

তিনি আরও বলেন, হাদি ভাইয়ের শূন্যতা আমাদের সারাজীবন ভোগাবে। তিনি যে ইনসাফের লড়াই আমাদের শিখিয়ে গেছেন, সেই লড়াই থেমে থাকবে না। আমরা তার দেখানো পথে এগিয়ে যাবো।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঢাকায় জড়ো হন।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর