বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার সার্টিফায়েড কপি মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়। তিনি বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা বা আরপিওতে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টি স্পষ্ট করার জন্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফায়েড কপি না দেওয়ার বিষয়েও তারা মতামত দিয়েছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। দলটি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চায়। নির্বাচন কমিশন এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে; এমন প্রত্যাশাও ব্যক্ত করেন
বৈঠকে নির্বাচন কমিশনের সদস্য আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।
এসআইবি/

