ফেনী-২ আসন
নিজ যোগ্যতা প্রচার করে ভোট চাওয়া কখনোই সভ্য কাজ মনে হয়নি : মঞ্জু
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হকের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মঞ্জু গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নিজের যোগ্যতা প্রচার করে ভোট চাওয়া আমার কাছে কখনোই সভ্য কাজ মনে হয়নি। কিন্তু নির্বাচনে অনিচ্ছা সত্ত্বেও তা করতে হচ্ছে। বলতে হবে—আমি অন্যের চেয়ে যোগ্য, আমাকে ভোট দিন। কিন্তু আমি সেটা বলতে চাই না। আমি বরং আমার অযোগ্যতার কথা বলতে চাই।’
তিনি বলেন, ‘এটা আমার প্রথম নির্বাচন। জনপ্রতিনিধি হিসেবে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি ছাত্র অবস্থা থেকে প্রায় ৩৫ বছর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেছি, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছি, কিন্তু কোথাও মাথা নত করিনি। আমার বহু সার্টিফিকেট আছে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার কোনো সার্টিফিকেট নেই।’
মঞ্জু আরও বলেন, ‘ফেনীর জনগণের কাছে আমি একটি অভিজ্ঞতার সার্টিফিকেট ও একটি বিষয়ের বিচার চাইতে এসেছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে গিয়ে আমাকে অপমান করা হয়েছে। বলা হয়েছে—নতুন দলের ‘কোনো খাওয়া নেই’, ‘কত ভোট আছে’ ইত্যাদি। ফেনী-২ এর জনগণই বিচার করবেন, নতুন রাজনীতি মানুষ চায় কিনা।’
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে রায় দেবেন, আমি মাথা পেতে নেব। ফেনীর উন্নয়নের জন্য কারও ওয়াদার দরকার নেই। ফেনীতে যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও হামলা বন্ধ হয়, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলেই ফেনী বাংলাদেশের সবচেয়ে উন্নত, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা হবে।’ তিনি ফেনীকে দূষণমুক্ত রাখতে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দেন।
এআরএস

