Logo

রাজনীতি

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা জামায়াতের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা জামায়াতের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের নেতা জুবায়ের। এ সময় প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার।

জুবায়ের বলেন, তফসিল ঘোষণার পর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে দলের পোস্টার ও ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিভিন্ন স্থানে অন্য পক্ষের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। ম্যানুয়াল ব্যানারের পাশাপাশি ভার্চুয়াল বা ডিজিটাল প্ল্যাটফর্মেও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অবিলম্বে অপসারণ করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলে জানান জুবায়ের।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে সন্ত্রাসী ও অসাধু চক্রের তৎপরতা রোধ করা সম্ভব হবে। ভোটাররা যাতে ভয়হীন পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। কমিশন এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি কয়েকটি সহিংস ঘটনা উল্লেখ করে জুবায়ের বলেন, এসব ঘটনায় জনমনে ভীতি ও মানসিক ট্রমা তৈরি হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি জামায়াতের শীর্ষ নেতাদের দেশব্যাপী নির্বাচনী সফরে ভিভিআইপি নিরাপত্তায় বৈষম্য দূর করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে কোটি কোটি কার্ড বিতরণের প্রতিশ্রুতি ও অর্থ দেওয়ার অভিযোগ তুলে জামায়াত একে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আগামী ৩ জানুয়ারি জামায়াতের নির্ধারিত জনসভা আচরণবিধি মেনেই অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিনিধি দলটি বলে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর