খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জোবাইদা ও জাইমা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২
গুলশানের বাসায় বিশ্রাম শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার পর তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এদিকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সরাসরি রাজধানীর ৩০০ ফিটে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
এমবি

