Logo

রাজনীতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে, কে হচ্ছেন সভাপতি?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে, কে হচ্ছেন সভাপতি?

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়।

এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন। গঠনতন্ত্র অনুযায়ী, সারাদেশ থেকে আগত সদস্যদের সরাসরি ও গোপন ভোটে সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।

সংগঠন সূত্রে জানা গেছে, ছাত্রত্ব শেষ হওয়ায় বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের রাজনীতিতে আর সক্রিয় থাকতে আগ্রহী নন। এ কারণে তিনি চলতি বছরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্মেলনকে ঘিরে সভাপতি পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর