ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এদিন সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।
ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী, সারাদেশ থেকে আগত সদস্যদের সরাসরি ও গোপন ভোটে সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।
ডিআর/এমবি

