সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের স্মৃতিচারণ পার্থের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯
বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রায় ১৫ বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন— ‘তারেক রহমান আসবেন’, আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ।
পোস্টে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর এখন তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বলেন, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া সহজ ছিল না। তিনি কোনো গণনা করে কিংবা ভবিষ্যদ্বাণী হিসাবে নয়, বরং দৃঢ় বিশ্বাস থেকেই ওই কথা বলেছিলেন বলে উল্লেখ করেন।
পার্থ আরও বলেন, তার বিশ্বাস ছিল— তারেক রহমানের মতো জনগণের একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের খোঁচায় নির্ধারিত হয় না। বরং তা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছা ও জনগণের মাধ্যমে, যথাযথ সময়ে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, এখন সেই সময় এসেছে। এ উপলক্ষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মী ও বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
আইএইচ/

