Logo

রাজনীতি

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনি হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

শনিবার বেলা ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা শুরু করে তারেক রহমানের গাড়ি বহর।

এর আগে টানা দুই দিন তাকে বুলেটপ্রুফ বাসে চলাচল করতে দেখা গেলেও এদিন তিনি একটি এসইউভিতে করে রওনা হন।

দলীয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণে ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন।

এর আগে শনিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর