Logo

রাজনীতি

যে আসন থেকে ভোটার হলেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪২

যে আসন থেকে ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন।

এর আগে শনিবার নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেবেন, সেটিও প্রস্তুত করা হয়েছে।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর