অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। মায়ের শয্যাপাশে তারা দীর্ঘ সময় ছিলেন বলে জানান ডা. জাহিদ।
এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। কেবিন থেকে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। কিন্তু তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি যদি এই সংকট উতরিয়ে যেতে পারেন, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব।
খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। সেই দোয়া সব সময় দেশের মানুষ করছেন। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক ও নার্সরা সব সময় দায়িত্ব পালন করছেন— এজন্যও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডা. জাহিদ আরও জানান, এই হাসপাতালে ভর্তিকৃত কোনো রোগীর চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না হয়, সে জন্য তারেক রহমান দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
এমবি

