Logo

রাজনীতি

ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সেগুনবাগিচাস্থ কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

এর আগে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ ও সম্মান জানানোর প্রেক্ষিতে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দালিব রহমান পার্থের পরিবার ভোলা-১ আসনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কিত। ২০০৮ সালে তিনি বিএনপির সমর্থনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা, প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের সংসদ সদস্য ছিলেন।

একই সঙ্গে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়ন নেবেন।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর