Logo

রাজনীতি

এনসিপি ঘোষিত আদর্শ জামায়েতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় : নজরুল ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮

এনসিপি ঘোষিত আদর্শ জামায়েতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় : নজরুল ইসলাম

এনসিপি ও জামায়াতের মধ্যে জোট গঠনের বিষয়টি সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত ও রাজনৈতিক অধিকার হলেও ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সন্তানের সম্পদের হিসাব চাওয়ার বিষয়টি জটিলতা তৈরি করছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, এআই ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ধরনের অপব্যবহার রোধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে বিএনপি।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর