Logo

রাজনীতি

কক্সবাজার-১ আসনে বিএনপি নেতা সালাহউদ্দিনের মনোনয়নপত্র জমা

Icon

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৬

কক্সবাজার-১ আসনে বিএনপি নেতা সালাহউদ্দিনের মনোনয়নপত্র জমা

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি চকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

দুপুর দেড়টায় ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছান সালাহউদ্দিন আহমদ। বিমানবন্দরে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি সড়কপথে চকরিয়ার উদ্দেশে রওনা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি পেকুয়া নিজ বাসভবনে ফিরবেন এবং সেখানে রাত যাপন করবেন বলে তার সফরসূচি থেকে জানা গেছে।

রোববার পর্যন্ত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনপিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সালাহউদ্দিন আহমদই জেলার চার আসনের মধ্যে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সালাহউদ্দিন আহমদ বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর