Logo

রাজনীতি

ভোটের রাজনীতিতে বিশ্বাসী জাতীয় পার্টি : শামীম হায়দার পাটোয়ারী

Icon

আতিকুর রহমান, গাইবান্ধা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:০৯

ভোটের রাজনীতিতে বিশ্বাসী জাতীয় পার্টি : শামীম হায়দার পাটোয়ারী

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে চলছে মব সন্ত্রাস, হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ছিনতাইসহ নানা অপরাধ। কেউ শান্তিতে নেই। রাজনীতির নামে জাতীয় পার্টির অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর করে নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টি ভোটের রাজনীতিতে বিশ্বাসী।

তিনি রোববার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, আপনারা জাতীয় পার্টিকে সংগঠিত করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন, দেখবেন অসংখ্য মানুষ ‘লাঙ্গল’ প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

ব্যারিস্টার পাটোয়ারী গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তুলতে চায়। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন। তার ফলেই এখন মানুষকে প্রয়োজন ছাড়া দূরে যেতে হয় না। আজও মানুষ জাতীয় পার্টির সুফল ভোগ করছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি রাজনীতি ও ভোটের মাধ্যমেই জনগণের কাছে কথা বলতে চায়। জনগণ যাতে খেয়ে-পড়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, সেই চেষ্টাই জাতীয় পার্টি ভোটের মাধ্যমে দেখিয়ে দিতে চায়। আপনারা দেখেছেন, দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিকে কোনঠাসা করে রাখা হয়েছে। নেতাকর্মীদের নামে মামলা করা, হামলা ও ভয়ভীতি দেখিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে জাতীয় পার্টির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সে কারণে আমরা ভোটের মাঠে নেমেছি। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবেন না। জাতীয় পার্টি ভোটের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে চায়।

তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সংগঠিত হয়ে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের মাধ্যমে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে। আপনারা মাঠ পর্যায়ে সংগঠিত হয়ে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুজ্জামান মোল্লাহর হাতে গাইবান্ধা-৫ আসনে মনোনয়নপত্র জমা দেন। সোমবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় পার্টি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর