Logo

রাজনীতি

সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের প্রতি স্থানীয় বিএনপির সমর্থন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬

সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের প্রতি স্থানীয় বিএনপির সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ও দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতির প্রতি অকুণ্ঠ সমর্থন এবং জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সভায় বক্তারা খেজুর গাছ প্রতীকের পক্ষে মজবুত অবস্থান গ্রহণের আশ্বাস দেন এবং তৃণমূল পর্যায়ে জোটের বার্তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করে বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী এবারের নির্বাচনে ‘খেজুর গাছ’ প্রতীকই আমাদের প্রতীক। খেজুর গাছকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই জোট প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের অধিকার, ইসলামী মূল্যবোধ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

সভা শেষে নেতারা আগামী দিনের নির্বাচনি কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ এবং ঐক্য অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর