ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১২
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে ওইদিনের জন্য ঘোষিত জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পক্ষে এ বিবৃতি দেওয়া হয়েছে।
এমবি

