Logo

রাজনীতি

লক্ষ্মীপুর-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেও নির্বাচন করবেন না মাহফুজ আলম

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯

লক্ষ্মীপুর-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেও নির্বাচন করবেন না মাহফুজ আলম

মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

মাহবুব আলম বলেন, মাহফুজ আলমের সম্মতি ছাড়া আবেগতাড়িত হয়ে কেউ একজন তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ঘটনায় তিনি বিব্রত। তবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন না।

একই আসন থেকে মাহবুব আলম নিজেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে তিনিই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদের মধ্যে রয়েছেন— সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান।

এদিকে এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন না বলেও জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম। জামায়াত-এনসিপি জোট এবং দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের প্রেক্ষাপটে তিনি রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। একই পোস্টে তিনি বলেন, জুলাইয়ের সহযোদ্ধাদের প্রতি তার সম্মান ও বন্ধুত্ব থাকবে, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না।

মাহফুজ আলম আরও লেখেন, জামায়াত-এনসিপি জোটের পক্ষ থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি— এ কথা সঠিক নয়। তবে ঢাকার কোনো একটি আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের নীতিগত অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। এনসিপিকে একটি ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করেও নানা কারণে তা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘শীতল যুদ্ধের সময়কাল’ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, এ সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।

এই অবস্থানের মধ্যেই লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের নামে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি সামনে আসে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাহফুজ আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর