ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তার মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও কেন্দ্রীয় পরিষদ সদস্য আবদুর রহমান মূসা।
মনোনয়ন জমা দেওয়ার পর এহসানুল মাহবুব বলেন, নির্বাচন কমিশনের কাছে আমাদের আশা, তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা বারবার দাবি জানাচ্ছি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় সোমবার (২৯ ডিসেম্বর)।
এসআইবি/এমবি

