হাদির আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে লড়বেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এই আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন এবং সে লক্ষ্যে প্রচারণাও চালাচ্ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন ঢাকা-৮ আসন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচন করার তথ্য নিশ্চিত করেছিলেন।
তিনি জানান, সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আন্দোলনের ময়দানই ঢাকা-৮। শহীদ হাদির প্রতি সম্মান এবং তার আন্দোলনের আদর্শ অব্যাহত রাখার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী এই আসনে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
তবে নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে নির্বাচনী প্রচারণাও চালিয়ে আসছিলেন। এখন তিনি ঢাকা-৮ আসনে নির্বাচনী লড়াইয়ে নামলেন।
একই সঙ্গে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি জোটবদ্ধ হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ঢাকা-৮ আসনে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন। এই আসনে জামায়াতের হয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে অংশগ্রহণ করার কথা ছিল তার।
এছাড়া, ঢাকা-৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমএইচএস

