Logo

রাজনীতি

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছায়। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তিনি কার্যালয়ে প্রবেশ করতে পারেন বিকেল ৪টায়।

তারেক রহমানকে কেন্দ্রীয় কার্যালয়ে স্বাগত জানান বিএনপির শীর্ষনেতারা। রাস্তায় স্লোগান দিতে দিতে হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নেন। কেন্দ্রীয় কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়েছে, আর তার আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়, পুরো ভবন ঘিরে রাখে সিএসএফ, এছাড়া নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) দেশে ফেরার পর প্রথমবারের মতো তারেক রহমান গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। সোমবার নয়াপল্টনে উপস্থিত হয়ে তিনি সাংগঠনিক কাজে অংশ নেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর