Logo

রাজনীতি

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার টিপসই দেওয়া মনোনয়ন জমা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার টিপসই দেওয়া মনোনয়ন জমা

কারাবন্দি জীবন ও দীর্ঘদিনের অসুস্থতার ধকল কাটিয়ে আবারও ভোটের রাজনীতিতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতির কারণে এবার নিজের নির্বাচনী মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে ‘টিপসই’ দিয়েছেন তিনি। 

সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতারা।

সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বগুড়া-৭ আসনের বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘ম্যাডাম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত অসুস্থ, তবে ইশারার মাধ্যমে সিদ্ধান্ত জানাতে পারছেন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই এবার তিনি নিজ হাতে স্বাক্ষর না করে টিপসই দিয়েছেন।’

খালেদা জিয়া এবারের নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী), ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম ও ছাগলনাইয়া) এবং দিনাজপুর-৩ (সদর) এই তিনটি আসন থেকে প্রার্থী হয়েছেন। তাঁর শারীরিক ঝুঁকি মাথায় রেখে প্রতিটি আসনেই বিকল্প বা ডামি প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, কোনো কারণে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হলে বা তিনি অসুস্থতার কারণে নির্বাচনী লড়াই চালিয়ে যেতে না পারলে, নির্ধারিত বিকল্প প্রার্থীরাই ধানের শীষের প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।

বগুড়া-৭ (গাবতলী) আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। আজই গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। দিনাজপুর-৩ (সদর) আসনে বিকল্প প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

দলীয় নির্দেশনা অনুযায়ী, সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে বিকল্প প্রার্থীরা প্রাথমিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ভর্তি হন। চিকিৎসকদের বরাত দিয়ে দলীয় সূত্র জানিয়েছে, তার শরীরে একাধিক সংক্রমণ (ইনফেকশন) রয়েছে এবং তিনি এখনো শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আমরা তারেক রহমানকে বগুড়ায় আসার অনুরোধ জানিয়েছিলাম। তবে মায়ের অসুস্থতার কারণে তিনি এখনই আসতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি শিগগিরই বগুড়ায় ফিরবেন।’

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়া ও তারেক রহমান বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির তৃণমূল ও কেন্দ্রীয় নেতারা। 

জুয়েল হাসান/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর