এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন আসিফ মাহমুদ
করবেন না নির্বাচন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
ছবি : ভিডিও থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসাথে দলটির মুখপাত্রের দায়িত্বও পেয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরস্থ এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আসিফ মাহমুদ নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। বরং এনসিপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সময় দলের দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে বলেন, আজ থেকে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এই দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।
পরে নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।
এর আগে গত ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতার ভিত্তিতে অংশ নেবে। তিনি স্পষ্ট করেন, এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি নির্বাচনী সমঝোতা।
নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার, বিচার, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই এই সমঝোতা। পাশাপাশি এনসিপি নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি আলোচনায় আসে। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে না গিয়ে এনসিপির মুখপাত্র হিসেবে রাজনৈতিক ভূমিকা পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এমএইচএস

