Logo

রাজনীতি

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে রাশেদ খাঁন, স্বতন্ত্র প্রার্থী ফিরোজের মনোনয়ন জমা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৫০

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে রাশেদ খাঁন, স্বতন্ত্র প্রার্থী ফিরোজের মনোনয়ন জমা

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের একাংশ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন উভয় প্রার্থী।

রাশেদ খাঁনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ-২ আসনের প্রার্থী, অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মেহেদী হাসান রনি ও অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাশেদ খাঁন বলেন, ‘আমি ঝিনাইদহ-৪ এলাকার সন্তান। তারেক রহমান আমাকে এই আসনে মনোনীত করেছেন। নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করব। আপনারা আমার পাশে থাকলে কোনো দলাদলি হবে না।’

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘রাশেদ খাঁন ধানের শীষের প্রতিনিধি। দেশ ও দলের স্বার্থে সবাই একত্রে কাজ করুন।’

দলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাইফুল ইসলাম ফিরোজ। স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। নির্বাচনে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ ভোটার ভোট দেবেন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ২৫৬, নারী ১ লাখ ৬৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন।

এম বুরহান উদ্দীন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর