Logo

রাজনীতি

খালেদা জিয়া আর নেই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭

খালেদা জিয়া আর নেই

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া খালেদা জিয়ার মৃত‍্যু খবর নিশ্চিত করেছেন তার ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, 'আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে থাকার পুরো সময়জুড়ে দফায় দফায় তার শারীরিক অবস্থার অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে চিকিৎসা চলছিল।

এর আগে গত ১৫ অক্টোবরও তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেদিন বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে ইনফেকশন, হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছেন।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি তারেক রহমান ব্রেকিং নিউজ

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর