খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যানের শোক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৮
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান।
এক শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়া দেশের সংকট উত্তরণের একটি নাম। এই চেতনা সাধারণ মানুষের মধ্যে বেঁচে থাকবে। তিনি সংগ্রামী নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির মহাসচিব অশোক কুমার ঘোষ, কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ জাগ্রত পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ আব্দুল অদুদ এবং উপদেষ্টা ড. ফুরকান উদ্দিন। একই সঙ্গে বাংলাদেশ জাগ্রত পার্টির সকল নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

