Logo

রাজনীতি

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এতথ্য জানান।

তিনি জানান, খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। সবাইকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর