Logo

রাজনীতি

‘আপসহীন কণ্ঠস্বর’ খালেদা জিয়ার বিদায়, সারাদেশে শোক ও শ্রদ্ধায় স্মরণ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

‘আপসহীন কণ্ঠস্বর’ খালেদা জিয়ার বিদায়, সারাদেশে শোক ও শ্রদ্ধায় স্মরণ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, ফেনী, পিরোজপুর, ঝালকাঠি, সীতাকুণ্ড, কক্সবাজার, গাজীপুর, বগুড়া, পঞ্চগড়সহ বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় ও স্থানীয় পর্যায়ে শোক প্রকাশ, দোয়া মাহফিল, কালো পতাকা উত্তোলন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। খালেদা জিয়াকে আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক হিসেবে স্মরণ করে নেতাকর্মী ও সমর্থকরা গভীর শোক প্রকাশ করছেন। বাংলাদেশের খবর’র জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

চট্টগ্রাম ব্যুরো : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চট্টগ্রাম মহানগর বিএনপিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকের এ খবরে নগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বেদনাবিধুর পরিবেশ। 

খবরটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি কার্যালয়গুলোতে নেতাকর্মীরা জড়ো হয়ে শোক প্রকাশ করেন। অনেক স্থানে কালো পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন এক শোকবার্তায় বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন সাহসী ও দৃঢ়চেতা নেত্রীকে হারালো।‘

চট্টগ্রাম মহানগর বিএনপির প্রবীণ নেতা আবু সুফিয়ান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।‘

নগর বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

ঝিনাইদহ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার সময় শহরের এইচএসএস সড়কে অবস্থিত প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, শোক বইতে স্বাক্ষরসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক প্রকাশ করা হয়।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।

সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা। বেগম জিয়ার মৃত্যুর খবরের পর জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা কালো ব্যাজ ধারণ করেন ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

দলীয় কার্যালয়সহ নানা স্থানে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা তাদের নেত্রীর জীবনী স্মরণ করেন।

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আমাদের নেত্রী একজন আপসহীন, নির্ভীক রাজনীতিক ও দেশপ্রেমিক নেতা ছিলেন। তার চলে যাওয়ায় দেশ একজন অভিভাবককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না।‘

ফেনী : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর শহরের আদালত পাড়াস্থ আজমেরী বেগম সড়কের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউল হক অশ্রু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, সদস্য হাসানুজ্জামান শাহাদাত, গিয়াস উদ্দিন খোন্দকার, মিডিয়া সেল উপকমিটির প্রধান বেলাল হোসেন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাতসহ জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

কোরআন খতম শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুদ ইকবাল। মহান আল্লাহর নিকট দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের পাশাপাশি শোকাহত স্বজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসী যেন এই শোক কাটিয়ে উঠার ক্ষমতা পান, সেই কামনা করা হয়।

পিরোজপুর : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান। দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আলার স্বাক্ষরিত একটি শোকবার্তা সংবাদমাধ্যমে পাঠানো হয়।

শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পান। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রেখে পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন। মহান আল্লাহ পাক তার বিদেহী আত্মাকে রহম করুন। তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।‘

নলছিটি (ঝালকাঠি) : আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ঝালকাঠির নলছিটি উপজেলার সর্বস্তরের মানুষ। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের ৩টি ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন নলছিটির ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে শহরে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নলছিটি পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন দেশনেত্রী। তিনি সত্যিকারের একজন দেশপ্রেমিক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ৪ ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ-এর নিজ বাসভবনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ। খতমে কোরআন শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার এবং দেশবাসীকে এ শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রামু (কক্সবাজার) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কক্সবাজারের রামুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রামু উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাঁদের প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র রক্ষায় তার আপসহীন সংগ্রাম এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদানের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, ‘তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।‘

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্য ও নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া করা হয়।

মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও সদস্য সচিব আবুল বশর বাবুসহ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। পাশাপাশি সকলেই কালো ব্যাজ ধারণ করেন এবং সাত দিন ব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেন।

কালিয়াকৈর (গাজীপুর) : আপসহীন দেশনেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ মর্মান্তিক ঘটনায় দেশ, জাতি ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক ও বেদনায় মর্মাহত। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

কোরআন খতম শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি, রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, শিপলু বকসীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে কোরআন খতমসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় খেজুরতলা বিএনপির কার্যালয়ে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম মিন্টু এবং সহ-সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহনাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, ছাত্র নেতা আরমান, জাকারিয়া, শাহাদত হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

পঞ্চগড় : বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, ‘বাংলাদেশ আজ স্তব্ধ। শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রী ছিলেন না। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক মহলে যেভাবে সমাদৃত, সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়াকে সেভাবে মনে রাখবে।‘

মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ে বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি অফিসে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোকবই খোলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন সেখানে।

কান্নাজড়িত কণ্ঠে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘বাংলাদেশে যে কয়েকটি শোকের কালো অধ্যায় আছে, দিন আছে, আজকের দিনটিও সেরকম।‘

তিনি বলেন, ‘সকাল ৬টার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ একটি বার্তা পাঠান। সেখানে তিনি বলেন যে দেশনেত্রী সংকটাপন্ন। তার কিছুক্ষণ পরেই এই ভয়াবহ শোকাবহ সংবাদটি পাই। পঞ্চগড়ের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এই ক্ষণটিকে একটি শোকের ক্ষণ হিসেবে মনে রাখবে।‘

বাকৃবি : বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই শোকবার্তা জানানো হয়েছে। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপাচার্য বলেন, ‘আজ আমরা একজন সৎ, দৃঢ়চেতা ও দেশের প্রতি নিবেদিতপ্রাণ আপসহীন নেত্রীকে হারালাম। বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একজন আপসহীন নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তাআলা তার অশেষ রহমতে মরহুমার সকল ভুলত্রুটি ও বিচ্যুতি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের অনন্ত শান্তির আশ্রয় দান করুন- আমীন।‘

ইবি : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিনটি বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত নোটিশে বলা হয়, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এ মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত। জাতির এই শোকার্ত মুহূর্তে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মানার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য আজকের ফার্মেসি বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (৩১ ডিসেম্বর) এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের (১ জানুয়ারি, ২০২৬) তারিখের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।‘

নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।‘

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর