নির্বাচনি হলফনামা
সারজিস আলমের বাড়ি-গাড়ি নেই, নগদ আছে ৩ লাখ টাকা
এসকে দোয়েল, পঞ্চগড়
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২
সারজিস আলম। ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি হলফনামায় তিনি নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের কাছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা নগদ অর্থ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে দানকৃত ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৭ হাজার ৫০০ টাকা হলেও বর্তমানে এর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। বছরব্যাপী ব্যবসা থেকে তার আয় ৯ লাখ টাকা।
তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (মাস্টার্স)। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই। ৭৫ হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং ৭৫ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রীর তথ্য দিয়েছেন তিনি। তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র নেই। নিজের নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই তার।
২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা দেখিয়েছেন। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ খাতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো পেশিশক্তি ও কালো টাকার দাপট, সহিংসতা ও হানাহানি আমরা আর দেখতে চাই না। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে অনেক মানুষের রক্ত, ত্যাগ ও অঙ্গহানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
এআরএস

