Logo

রাজনীতি

হলফনামায় ড. শফিকুলের সম্পদ ৪৪ লাখ টাকা, নেই বাড়ি-জমি

Icon

আরিফুল ইসলাম সাগর, বাউফল (পটুয়াখালী)

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪

হলফনামায় ড. শফিকুলের সম্পদ ৪৪ লাখ টাকা, নেই বাড়ি-জমি

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে তার আয়-ব্যয় ও সম্পদের বিস্তারিত চিত্র উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ড. শফিকুল ইসলাম মাসুদের মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা, যার বিপরীতে তিনি ৪৫ হাজার ৪২৫ টাকা আয়কর প্রদান করেছেন।

তিনি হাতে নগদ রেখেছেন ৪৩ হাজার ২৫০ টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা। পেশা হিসেবে তিনি নিজেকে ‘পরামর্শক’ উল্লেখ করেছেন।

হলফনামায় আরও জানানো হয়, তার নামে কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। তবে পারিবারিকভাবে তার ৪ লাখ ৫০ হাজার টাকার হাতঋণ রয়েছে।

ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীর পেশা চিকিৎসক। সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার।

হলফনামা অনুযায়ী, তার রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার ইলেকট্রিক পণ্য এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। তবে তার বা পরিবারের নামে কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি নেই।

আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে : ব্যবসা থেকে আয় ৫ লাখ ২ হাজার ৮৩০ টাকা, পরামর্শক হিসেবে আয় ৪ লাখ ৮০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ১ লাখ টাকা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর