Logo

রাজনীতি

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই : নজরুল ইসলাম খান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই : নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়া বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। খালেদা জিয়া সারাজীবন জনগণের কল্যাণে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে বাংলাদেশ আজ উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এক ধাপ এগিয়ে গেছে। তারই পরিকল্পনায় বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পায় ইমার্জিং টাইগার হিসেবে।’

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, তবে দেশের প্রয়োজনে তিনি ছিলেন অপরিহার্য এক নেতৃত্ব। দেশের সংকটকালে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, তার জন্ম, পারিবারিক অবস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধন এবং রাজনীতিতে তার উত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

এদিন দুপুর ২টা ২৫ মিনিটে খালেদা জিয়ার মরদেহ, যা লাল-সবুজ পতাকায় মোড়ানো ছিল, তা ফ্রিজার ভ্যানে করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে পৌঁছানো হয়। এর আগে দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। সকাল ৮টা ৫৫ মিনিটে হাসপাতাল থেকে মরদেহ বের করে গুলশানের বাসায় নেওয়া হলে সেখানে নেতাকর্মী ও স্বজনেরা শেষ শ্রদ্ধা জানান।

জানাজাকে ঘিরে প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জড়ো হন হাজারো মানুষ। এছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন। পুরো রাজধানীতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর