Logo

রাজনীতি

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার দাফনের সংবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৯

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার দাফনের সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ঘিরে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের তাৎপর্য এসব বিষয়ই বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে বিশেষভাবে উঠে এসেছে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাজা ও দাফনের দৃশ্য সরাসরি সম্প্রচারও করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি ‘রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানায়, কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীকে বিদায় জানাতে সংসদ ভবন এলাকা ও আশপাশে মানুষের ঢল নামে।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স তাদের ফেসবুক পেজে জানাজার দৃশ্য সরাসরি সম্প্রচার করে। সংস্থাটির শিরোনাম ছিল, ‘প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদায় জানাল বাংলাদেশ’।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস ‘সাবেক নেত্রী খালেদা জিয়াকে শেষশ্রদ্ধা জানাতে রাজধানীতে মানুষের ঢল’ শিরোনামে প্রতিবেদনে জানায়, তীব্র শীত উপেক্ষা করে লাখো মানুষ ঢাকায় জড়ো হন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁর মরদেহবাহী গাড়ি সংসদ ভবন এলাকায় পৌঁছালে কফিন একনজর দেখার জন্য রাস্তায় সারিবদ্ধ হয়ে অপেক্ষা করেন হাজারো মানুষ।

বিবিসির প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় শোক জানালেন বিপুলসংখ্যক মানুষ’। এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় এসে শেষশ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

কাতারভিত্তিক আল-জাজিরা খালেদা জিয়ার জানাজা নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি জনসমাগমের দৃশ্য তুলে ধরে একটি ফটোস্টোরি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী এই নেত্রীকে শেষবিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও জানাজায় অংশ নেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম’ শিরোনামে খবর প্রকাশ করে। ভারতের দ্য হিন্দু ও এনডিটিভি জানাজা ও দাফনের খবর সরাসরি সম্প্রচার করে। পাকিস্তানের ডন ও জিও নিউজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের খবর প্রকাশ করে। তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড শিরোনাম করে, ‘প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানাল বাংলাদেশ’।

সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের এসব প্রতিবেদনে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা, তাঁর জনপ্রিয়তা এবং শেষ বিদায়ে মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর