Logo

রাজনীতি

পুরো বাংলাদেশই আমার পরিবার : তারেক রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:১৫

পুরো বাংলাদেশই আমার পরিবার : তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আগের দিন জাতীয় সংসদের সামনে তার মা খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিযুত লোক অংশ নেন। এরপর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাহিত করা হয়।

তারেক রহমান লিখেছেন, ‘অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে, তা আমাকে মনে করিয়ে দিয়েছে: মা শুধুই আমার মা ছিলেন না, তিনি সমগ্র জাতির মা ছিলেন।’

খালেদা জিয়া ৪১ বছর ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতা ছিলেন।

তারেক রহমান আরও বলেছেন, ‘মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর দায়িত্ব ও উত্তরাধিকার আমি অনুভব করছি। যেখানে তার পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাঁকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে।’

শেষে তিনি যুক্ত করেন, ‘আল্লাহ যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন। তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের দিয়েছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।’

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর