জামায়াত আমির–ভারত বৈঠকের শিরোনাম ঘিরে সারজিসের ক্ষোভ প্রকাশ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৩:২১
ভারতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত শিরোনামকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের দুই কূটনীতিকের সাক্ষাৎ হয়েছিল এবং সে সময় ভারতীয় পক্ষ থেকেই বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানানো হয়। তবে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এবং এতে গোপনীয়তার কিছু নেই। ভবিষ্যতে এমন আলোচনা হলে তা প্রকাশ্যেই হবে।
সারজিস আলম বলেন, `এই তথ্য জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। পরবর্তীতে সেটি দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়। অথচ কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিরোনাম করেছে—‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক’।
তিনি বলেন, `এটাই আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি ও দলীয় স্বার্থসেবী কিছু মিডিয়া হাউজের বাস্তব চিত্র। যারা আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সার্ভ করত, তারা এখন নতুন ঠিকানা খুঁজছে।'
এর আগে ভারতের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বিস্তারিত তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সাংবাদিক জানতে চান প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না।
ডা. শফিকুর রহমান জানান, `অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেক কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও সে সময় তার বাসায় আসেন এবং তাদের সঙ্গেও কথা হয়।'
তিনি আরও লেখেন, অন্যান্য কূটনৈতিক সাক্ষাতের মতো এই বৈঠকটিও প্রকাশ্যে আনতে চাইলেও ভারতীয় কূটনীতিকরা তখন তা না দেওয়ার অনুরোধ করেন। তবে তিনি স্পষ্ট করে জানান, ভবিষ্যতে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বৈঠক অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।
বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে তার ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন সংবাদে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ। তিনি এ ধরনের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানান।
এনএ

