Logo

রাজনীতি

তারেক রহমানকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:৩২

তারেক রহমানকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে জামায়াত আমির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ে প্রবেশের পর ডা. শফিকুর রহমান প্রথমে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান দীর্ঘ সময় তারেক রহমানের পাশে অবস্থান করেন এবং শোকাহত তারেক রহমানকে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সংহতি নিয়ে দুজনের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও সাইফুল আলম খান মিলন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর