Logo

রাজনীতি

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫১

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিলকৃত হলফনামা ও অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করা হলে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র গ্রহণে কোনো আইনি বাধা নেই।

এর আগে গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়। সেই দিন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে যদি কোনো প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকে, তা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর