Logo

রাজনীতি

বিএনপিকে বাদ রেখে নির্বাচন করায় আ.লীগের পতন হয়েছে : শাহ্ জাফর

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮

বিএনপিকে বাদ রেখে নির্বাচন করায় আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শাহ্ মো. আবু জাফর বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে বড় ধরনের রাজনৈতিক ভুল করেছিল। তবে ভবিষ্যতে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করলে পরবর্তী সরকারের পরিণতিও একই হতে পারে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে বা যারা বিদেশে পালিয়ে গেছেন তারা নির্বাচনে অংশ না নিলেও একটি বড় রাজনৈতিক দলকে পুরোপুরি বাইরে রেখে সুষ্ঠু গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন, আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি। দশবার নির্বাচন লড়ে চারবার সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছি। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি।

তিনি আরও বলেন, আমি যা কিছু করেছি, সবকিছু আমার নির্বাচনি এলাকার মানুষের স্বার্থে এবং উন্নয়নের জন্য করেছি। মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, এখনো আছি। আমৃত্যু এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই।

এসময় মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাকিবুল/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর