Logo

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৭

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিহতের পরিবার এ মামলা করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

এদিকে নিহত মুছাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবারই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের স্টার কাবাবের পাশের গলিতে এ গুলির ঘটনা ঘটে। এতে মুছাব্বির নিহত হন। একই ঘটনায় কারওয়ানবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর