Logo

রাজনীতি

খালেদা জিয়াকে বাদ দিয়ে গণতন্ত্রের ইতিহাস লেখা অসম্ভব : রহমাতুল্লাহ

Icon

গাজী আরিফুর রহমান, বরিশাল

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৩২

খালেদা জিয়াকে বাদ দিয়ে গণতন্ত্রের ইতিহাস লেখা অসম্ভব : রহমাতুল্লাহ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস কখনোই রচনা করা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মক্রমপ্রতাপ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র রক্ষায় তাঁর আপোশহীন ভূমিকার কারণেই তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস লেখা অসম্ভব।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রকে বারবার নিশ্চিহ্ন করতে যে অপশক্তি ষড়যন্ত্র করেছে, তারাই আজ বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া সম্মানের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন। জীবিত অবস্থার চেয়েও আজ প্রয়াত খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের কাছে আরও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।

স্মরণসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাড়ী, ইসমাইল হোসেন আকন (সাবেক সাধারণ সম্পাদক, চরমোনাই ইউনিয়ন বিএনপি), মো. ইয়াসিন সিকদার চুন্নু (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চরমোনাই ইউনিয়ন বিএনপি), মজিবুর রহমান বাচ্চু (সাবেক যুগ্ম আহ্বায়ক, চরমোনাই ইউনিয়ন বিএনপি), আতিকুর রহমান পান্নু (সাবেক যুগ্ম আহ্বায়ক, চরমোনাই ইউনিয়ন বিএনপি), এইচ এম মাহবুবুর রহমান মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি)সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর