মানুষ নির্বাচন চাইলেও আইনশৃঙ্খলায় সন্তুষ্ট নয় : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৪
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট নন। ফখরুল বলেন, ‘রাজনৈতিক নেতাদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটছে। এরই মধ্যে বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এর নিন্দা জানিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। আশা করি, সরকার এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ঠাকুরগাঁও সফরের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন নেতাকর্মীদের উজ্জীবিত করবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নেতাদের ঢুকতে দেওয়া হয়নি। ফলে তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয় নির্বাচন ও জাতীয় নির্বাচনে এটি কখনো প্রভাব ফেলেনি।
গণভোট প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমরা চাই, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক। এটি অনেক আগে থেকেই আমাদের দাবী। সংস্কারের জন্য এটি প্রয়োজন। গণভোটকে বাতিল করার কোনো কারণ নেই।’
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন নিয়ে ফখরুল বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবহেলিত অঞ্চলগুলোকে উন্নত করতে কাজ করেছিলেন। একই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে তারেক রহমানও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নে অগ্রাধিকার দেবেন।’
আসন্ন কর্মসূচি সম্পর্কে ফখরুল জানান, ১২ জানুয়ারি রাতে তারেক রহমান ঠাকুরগাঁওয়ে আসবেন। ১৩ জানুয়ারি সকাল ১০টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আবু সালেহ/এমএইচএস

