Logo

রাজনীতি

‘বিএনপি ক্ষমতায় গেলে পার্টনারশিপ অ্যালায়েন্সে সব উন্নয়ন কাজ করবে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৫:২১

‘বিএনপি ক্ষমতায় গেলে পার্টনারশিপ অ্যালায়েন্সে সব উন্নয়ন কাজ করবে’

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, চিকিৎসাসহ সব উন্নয়ন কাজ পার্টনারশিপ অ্যালায়েন্সে করবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (রোববার, ১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে প্রথম আলো আয়োজিত ‘চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে তিনি বলেন, ‘নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সিটি গভর্নমেন্টকে আরও বেশি শক্তিশালী করতে হবে।’

চট্টগ্রামকে পরিকল্পিত বাণিজ্যিক রাজধানী করার জন্য অবকাঠামগত উন্নয়ন ও সঠিক পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে এ জেলার বিনোদন সুবিধা বাড়িয়ে রাজস্ব খাতকে সমৃদ্ধ করার পরামর্শ দেন বিএনপির এ নেতা। এছাড়া চট্টগ্রামকে লজিস্টিক হাব করার জন্য কোস্টাল এরিয়াকে যথাযথ ব্যবহার করতে হবে বলেও জানান তিনি।

এসময় সিটি মেয়রসহ চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলেন, চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করতে হলে আমদানি-রপ্তানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও ব্যাংক-বিমার প্রধান কার্যালয় চট্টগ্রাম স্থানান্তর, ট্রাফিক জ্যাম কমানোর জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা, চসিক, চউক, বন্দর ও ওয়াসার মধ্যে কাজের সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

এছাড়া বিনোদনকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তারা।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর