তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:০১
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজধানীর রিকশা, ভ্যান ও অটোচালকরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের একটি ভিডিও তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে যেসব রিকশা, ভ্যান, অটোচালকরা রাজপথে ছিলেন, মিছিল-মিটিং করেছেন তাদেরকে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। কার্যালয়ে ঢুকেই তারেক রহমান প্রথমে রিকশা, ভ্যান, অটোচালকদের সঙ্গে একে একে হেঁটে হ্যান্ডশেক ও কুশল বিনিময় করেন। এরপর কয়েকজন রিকশা, ভ্যান, অটোচালক বক্তব্য দেন। পরে তারেক রহমানও এসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তারেক রহমানকে ধানের শীষ ও রিকশা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন তারা।
এসময় উপস্থিত রিকশা, ভ্যান, অটোচালকর সঙ্গে গ্রুপ ছবি তুলেন তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া বিএনপির কোন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন না।
আইএইচ/

