বাড্ডায় গুলির ঘটনায় যা বললেন এনসিপির আরাফাত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪১
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৫
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত এনসিপির অফিসের পাশে এ ঘটনা ঘটে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইয়াসির আরাফাত বাংলাদেশের খবরকে বলেন, রাজধানীর বাড্ডায় এএমজেড হসপিটালের পেছনে মর্নিংস্টার স্কুলের পাশে একটি বেসরকারি ভবনের নিচতলায় ভবনমালিকের অফিস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এটি নাহিদ ইসলামের নির্বাচনি অফিস নয়। তবে গুলিবর্ষণ করা অফিসের পাশে বাড্ডা-৩৮ ওয়ার্ড এনসিপির অফিস রয়েছে।
এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ বিষয়ে জানান, গুলির এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছেন তিনি।
তিনি জানান, যেখানে ঘটনা ঘটেছে, এটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফাঁকা গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আইএইচ/

