জামায়াতের সঙ্গে টানাপোড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৪
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা জটিলতার মধ্যেই নতুন জোটের ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অনেক কিছু ঘটতে পারে এবং দলের পক্ষ থেকে আলোচনা চলমান রয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গাজী আতাউর রহমান বলেন, ‘২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের তারিখ ১২ ফেব্রুয়ারি। এর আগ পর্যন্ত যেকোনো কিছু হতে পারে।’
তিনি জানান, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত শিগগিরই চূড়ান্ত হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিল, তবে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইলেও জামায়াত ৪০টি আসনের বেশি ছাড়তে রাজি নয়, ফলে এ নিয়ে সমঝোতা বিঘ্নিত হয়েছে। এর ফলে একে অপরের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
গাজী আতাউর রহমান বলেন, ‘সমঝোতা হয়নি, তবে আলোচনার সময় এখনও শেষ হয়নি। আমরা অনেকের সঙ্গে আলোচনা করছি এবং তাদের মতামত নিচ্ছি। যারা আমাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের সঙ্গে পথ চলতে চাই।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের সাথে আলোচনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। দলের মধ্যে চাপ প্রয়োগের রাজনীতি ইসলামী আন্দোলন কখনও গ্রহণ করেনি।’
তিনি বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে চলার চেষ্টাই ইসলামী আন্দোলনের মূলনীতি। যদি কেউ আমাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, আমরা তা মেনে নেব না।’
গাজী আতাউর রহমান জামায়াতের নেতা মাওলানা মুফতি মুহাম্মদ ফখরুল ইসলামের কাছে বিএনপি নেতা তারেক রহমানের সাথে বৈঠক করার পর যে বক্তব্য এসেছে, তাতে কিছু সংশয় তৈরি হয়েছে ইসলামী আন্দোলনের মধ্যে। তিনি বলেন, ‘জামায়াতের নেতৃবৃন্দ বলেছেন, তারা ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করতে আলোচনা করবে, কিন্তু সেটা নির্বাচনের পর হতে পারে। এই অবস্থান ইসলামী আন্দোলনের জন্য কিছুটা বিভ্রান্তিকর।’
নতুন করে বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি তো তাদের জোট ও পরিকল্পনা ঠিক করে ফেলেছে, তাই এ বিষয়ে আমাদের আলোচনা হওয়ার সম্ভাবনা কম।’
অপরদিকে, আসন সমঝোতার আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে গাজী আতাউর বলেন, ‘আমরা এখনও সমঝোতা ভেঙে যাইনি। তবে আসন সমঝোতায় কিছু সংকট রয়েছে, যা সমাধান করতে হবে।’ তিনি জানিয়েছেন, ইসলামী আন্দোলন দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, এবং বিষয়টি পর্যবেক্ষণ করে আলোচনা চলবে।
গাজী আতাউর রহমান আরও বলেন, ‘কিছু বিভ্রান্তিকর জনমত জরিপ চালানো হচ্ছে, যা নির্বাচনী পথে বিপর্যয় সৃষ্টি করতে পারে। ‘এধরনের ভাঁওতাবাজি জরিপে বিভ্রান্ত না হয়ে বাস্তবতার দিকে মনোযোগ দিতে হবে,’ বলেন তিনি।

