জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৮
রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।
মতবিনিময় সভায় শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, আপনি আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন— এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনও পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ন্যায়বিচার নিশ্চিত হবে।
শহীদ জাহিদের মা ফাতেমাতুর জোহরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বড় ছেলে আমাকে ‘আম্মু, মা’ বলে ডাকতো। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার ছেলে চলে গেলেও বিএনপির পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে আমাদের সন্তানদের হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।”
শহীদ জাহিদের মা ফাতেমাতুর জোহরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু, মা’ বলে ডাকতো। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে বলেছিল— জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাবো না। কিন্তু আজ সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কী নিয়ে বাঁচবো?
এমবি

