পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৪
ছবি : বাংলাদেশের খবর
পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন অনেকক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ আচরণ করেছে।
লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে। জামায়াত কর্মীরা এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে।
একটি রাজনৈতিক দল ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা মহানগরীতে নিয়ে এসেছে। কতজন কোন কারণে এলাকা পরিবর্তন করেছে বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষেত্র বিশেষে কিছু কিছু নির্বাচন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে।
এসআইবি/এআরএস

