Logo

রাজনীতি

মাফিয়া শাসন পতনে গণতন্ত্র ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে : হাফিজ উদ্দিন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৪৫

মাফিয়া শাসন পতনে গণতন্ত্র ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে : হাফিজ উদ্দিন

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘মাফিয়া শাসনের পতনের ফলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।’

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে নগরীর বরিশাল ক্লাবে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গত ১৬ বছরে দেশের মানুষ ভোট দেওয়া প্রায় ভুলেই গিয়েছিল। এই সময়জুড়ে প্রহসনের নির্বাচন হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আশা করি, আসন্ন নির্বাচনে মানুষ আবার ভোটকেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘বরিশাল বিএনপির দুর্গ। আগামী ২৬ জানুয়ারি বরিশাল বিভাগের প্রতিটি জেলা থেকে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বেলস পার্ক মাঠে সমবেত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই দিনের বিভাগীয় মহাসমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এবং জনসমুদ্রে পরিণত হবে।’

সভায় বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক জেলার নেতাকর্মী, ২১টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা-মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বরিশাল-৫ আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান ও যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর